Update

“ভাংনাহাটি ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট - ২০১৯” এর ফাইনাল ম্যাচে Pirojali কে ১-১-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে CP Titans। এছাড়া টুর্নামেন্টর খেলার সকল আপডেট খবর জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের সাথেই থাকুন । ধন্যবাদ.........

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

”ভাংনাহাটি ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯” এ অংশগ্রহনকারী সকল দলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, এই টুর্নমেন্টে ১২ টি দলকে ৬ টি গ্রুপে ভাগ করা হয়েছে। এবং ১ টি দলের ৩ টি ম্যাচ/খেলা থাকবে এবং খেলাটি হবে ডিসাইট পদ্ধতিতে অর্থাৎ যদি কোন দল ৩ ম্যাচ এর মধ্যে ২ টিতে জয়লাভ করে তাহলে সেই দল টুর্নামেন্টের পরের রাউন্ড অর্থাৎ Top 6 Round এ চলে যাবে। এবং যেই দল পরাজিত হবে তাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন